রিসেলিং করে কিভাবে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা যায়?
Reseller কি?
রিসেলার হিসেবে কাজ করতে গেলে, সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে রিসেলার কি?
আমরা ব্যবসা করতে গেলে, সর্বোপ্রথম কোন একটি পাইকারি দোকান থেকে পাইকারি রেটে পণ্য ক্রয় করে, আমরা আমাদের একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করে পন্যটি বিক্রি করি। এটাকে বলে বিজনেস বা ব্যবসা। এটি করতে মূলধনের প্রয়োজন হয়।
রিসেল এর ক্ষেত্রে,
অনলাইনে অন্য কোন বিজনেস প্ল্যাটফর্ম এর কোন একটি পণ্যের মূল্য কাস্টমাইজ করে, নিজের নির্ধারিত মূল্যে বিক্রি করাই হলো রিসেল। আর যিনি রিসেল করে, তাকে রিসেলার বলে।
রিসেলার হতে কি ইনভেস্ট করা লাগে?
না, রিসেলার হতে গেলে এক টাকাও ইনভেস্ট করতে হবে না। ইনভেস্ট ছাড়াই মাসে হাজার হাজার টাকা ইনকাম করার এটাই একমাত্র সর্বোত্তম পথ। শুধুমাত্র দিনে দুই এক ঘন্টা সময় দিলে হবে।
কিভাবে এবং কোথা থেকে পণ্য পাব?
গুগলে রিসেলার লিখে সার্চ করলে অনেকগুলো রিসেলার প্ল্যাটফর্ম পাবেন। সেখান থেকে যেকোন রিসেল প্ল্যাটফর্মে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা খুবই সহজ, তাই এ নিয়ে আলোচনা করব না। রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি সেখানকার যেকোনো ক্যাটাগরির পণ্য নিয়ে কাজ করতে পারেন। যেকোনো পণ্যের মূল্য কাস্টমাইজ করে বাড়তি মূল্য নির্ধারণ করতে পারবেন। এক্ষেত্রে ওই পণ্যটি বিক্রি করতে পারলে, প্ল্যাটফর্মের দেওয়া মূল্য থেকে বাড়তি যে মূল্য নির্ধারণ করেছেন সেটি পুরো আপনার হয়ে যাবে। রিসেলার হয়ে যত বেশি মূল্যে পণ্য বিক্রি করতে পারবেন ততোই লাভজনক হতে পারবেন।
আপনি যে প্ল্যাটফর্ম থেকে রিসেলার হিসেবে কাজ করতে চান, সেই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই সেই প্ল্যাটফর্মের নাম দিয়ে ইউটিউবে সার্চ করবেন। দেখবেন সেখানে বুঝিয়ে দেবে কিভাবে একাউন্টে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে বাড়তি মূল্য নির্ধারণ করে লিংক তৈরি করবেন।
পণ্যের বিজ্ঞাপন কোথায় দেব?
পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, তাদের মধ্যে জনপ্রিয় হলো ইউটিউব এবং ফেসবুক। ইউটিউবে একটি চ্যানেল খুলে পণ্যের বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করতে পারেন। এটা একটু কঠিন হলেও সবথেকে সহজ ফেসবুকে মার্কেটিং করা। কারণ, ফেসবুকে অনেক Buy & Sell Group আছে সেখানে আপনার পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারেন। এছাড়াও, মজার ব্যাপার যে, ফেসবুকে পণ্য বিক্রির জন্য, ফেসবুক কোম্পানি আপনাকে একটি ফ্রিতে ই-কমার্স ওয়েবসাইটও দিয়ে দিয়েছে।
এখানে পণ্য এড করলে দেখবেন, প্রতিদিন অসংখ্য কাস্টমার আপনাকে মেসেজ দিচ্ছে পণ্যটি ক্রয় করার জন্য।
এই ফেসবুক ই-কমার্সে পণ্য এড করলে কি রকম রেসপন্স পাওয়া যায় তার একটি নমুনা নিচে দেখুনঃ
অনলাইন থেকে কোন অভিজ্ঞতা ছাড়াই, এত সহজে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা উপার্জন করা যায়, এ সুযোগ হাতছাড়া করলে বোকামি করবেন। তাই আজ থেকে শুরু করুন আপনার এই রিসেলিং বিজনেস।
কোন কিছু বিষয়ে বুঝতে অসুবিধা হলে, কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য।




কোন মন্তব্য নেই: