Textile & Garments Job
Textile & Garments Job:
আসসালামু আলাইকুম / আদাব।
আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদেরকে আমি এমন একটি চাকরির খবর দেব, যা শুনে আপনারা সবাই চমকে যাবেন। অনেকেই আছেন যাদের বিদেশে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু কোন লোক পাচ্ছে না বা চাকরি পাচ্ছেন না বিধায় যাইতে পারছেন না। তাদের জন্যই আজকে এই পোস্ট। তাই মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়ে বুঝে যোগাযোগ করবেন, যদি আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে এবং গার্মেন্টস এর কাজ জানা থাকে।
যেহেতু আমাদের এই ব্লগটি টেক্সটাইল এবং গার্মেন্টস এর চাকরি নিয়ে, তাই অবশ্যই আপনাকে গার্মেন্টস এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যথায় এই চাকরি আপনার জন্য নয় । কাজ জানা না থাকলে, আপনি আমাদের অন্যান্য পোস্টগুলো দেখতে পারেন।
গার্মেন্টসে কাজ জানা থাকলে মহিলা এবং পুরুষ উভয় এই চাকরি করতে পারবেন। নিচে যে সকল পদে নিয়োগ আছে এবং যে সকল পদের বেতন যত তা আলোচনা করা হলো।
পদের নাম এবং বেতনঃ
অপারেটর প্রয়োজন ১০০ জন।
যে সকল মেশিন অপারেট করতে হবে তাহলোঃ প্লেন মেশিন, টু-নিডেল, ওভারলক, কানসায় ফিড অফ দা মেশিন ।
বেতনঃ ৩৫,০০০ টাকা।
ফিনিশিং এ লোক প্রয়োজন ১৫ জন। (শুধুমাত্র পুরুষ)
কাজের অভিজ্ঞতাঃ আয়রন ম্যান।
বেতনঃ ৩৮,০০০ টাকা ।
সুইং / ওভেন এ সুপারভাইজার প্রয়োজন ১০ জন । ( শুধুমাত্র মহিলা)
বেতনঃ ৫৫,০০০ টাকা।
অফিস / হোটেল এ বাবুর্চি প্রয়োজন ৩ জন।
বেতনঃ ৫০,০০০ টাকা।আর এই চাকরির মেয়াদ থাকবে তিন বছর। যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে এবং এই তিন বছর মেয়াদী চাকরি করতে চান, তাহলে অবশ্যই নিম্নক্ত ঠিকানায় যোগাযোগ করবেন সরাসরি। অথবা বিস্তারিত ভালোভাবে জানার জন্য নিচের নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন ।
যোগাযোগের ঠিকানাঃ
জরুন, কোনাবাড়ী, গাজীপুর সদর, গাজীপুর। প্রতিভা স্কুল এন্ড কলেজ সংলগ্ন । বাসা নং-১০০ ।
সরাসরি যোগাযোগ করতে হবে।
বিস্তারিত জানার জন্য মোবাইল নাম্বারঃ 01745590241 / 01779968425
আজ এ পর্যন্তই।
যদি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগে, এবং এরকম আরো চাকরির খবর পেতে চাইলে, অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এবং আপনার মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না।



কোন মন্তব্য নেই: